নাটবল্টুর পরিচিতি

প্রযুক্তি জগতে মুক্তিপাগল কিছু মুক্তপ্রযুক্তিপ্রেমী মানুষ 'FreeSoftware' বা 'মুক্ত সফটওয়্যার' এর ব্যবহার সবার মাঝে ছড়িয়ে দিতে গড়ে তুলে 'Foundation for Open Source Solutions Bangladesh (FOSS Bangladesh)'। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল সাধারণ মানুষকে 'FreeSoftware' বা 'মুক্ত সফটওয়্যার' ব্যবহারে উদ্বুদ্ধ করা, ব্যবহার শুরু করতে চাইলে ইনস্টল করে দেওয়া এবং ব্যবহার পরবর্তী সময়ে সমস্যার সমাধান ও সেবা প্রদান করা। এই সংগঠন মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য "FreeSoftware' বা "মুক্ত সফটওয়্যার' ব্যবহারের উপর জোর প্রদান করে থাকে।
মানুষকে 'FreeSoftware' বা 'মুক্ত সফটওয়্যার' নিয়ে বলতে গিয়ে FOSS Bangladesh সবচাইতে বড় যে সমস্যার মুখমুখী হয় সেটা হল 'FreeSoftware' বা "মুক্ত সফটওয়্যার' এর মাধ্যমেও যে ব্যবসা করা যায় সেটি মানুষ বিশ্বাস করতে চায় না। অথচ বিশ্বে 'FreeSoftware' বা 'মুক্ত সফটওয়্যার' নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কমতি নেই। বাংলাদেশে এই ক্ষেত্রে কোন উদাহরণ না থাকাতে সাধারণ মানুষের কাছে 'FreeSoftware' মানে 'মাগনা সফটওয়্যার' হিসেবেই রয়ে যায়। 'মুক্ত সফটওয়্যার' এর বিষয়টি আর তারা বুঝে উঠতে পারে না।
এই সমস্যার সমাধান ছিল 'FreeSoftware' বা 'মুক্ত সফটওয়্যার' নিয়ে বাংলাদেশেই একটি প্রতিষ্ঠান গড়ে তোলা।
এই চিন্তা থেকেই FOSS Bangladesh এর তৎকালীন মহাসচিব জনাব সাজেদুর রহিম জোয়ারদার কয়েকজন স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে ৮ জানুয়ারি, ২০১৪ তারিখে গড়ে তুলেন "NutBoltu"। শুরু হয় একটি স্বপ্নের যাত্রা।

এক কথায় নাটবল্টু হল, "মুক্ত প্রযুক্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমস্যার সমাধান দিতে একঝাঁক প্রতিভাবান ও পরিশ্রমি কর্মীর সমন্বিত প্রচেষ্টার প্রাতিষ্ঠানিক নাম'।

জনাব সাজেদুর রহীম জোয়ারদার রিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। তিনি তথ্য প্রযুক্তির নিরাপ্ততা বিষয়ে বিশেষজ্ঞ। তার অধিনে নাটবল্টুতে কাজ করছে একঝাঁক প্রতিভাবান সফটওয়্যার প্রোকৌশলী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার প্রোকৌশলে স্নাতক ও স্নাতোকোত্তর শেষ করেছেন।

নাটবল্টুর মূল কাজগুলো হল হার্ডওয়্যার সমাধান, সফটওয়্যার প্রস্তুতকরা, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরী, ওয়েব সাইট তৈরী, ইআরপি, ইত্যাদি।

তথ্যপ্রযুক্তির জগতে যে কোন চ্যালেঞ্জ নিতে নাটবল্টু সদা প্রস্তুত।