সফটওয়্যারের সোর্স কোড কার অধিকারে থাকবে?

নাটবল্টু কোন সফটওয়্যার তৈরী করে দিলে তার সোর্স কোর্ড কার অধিকারে থাকবে।

নাটবল্টুর সকল সফটওয়্যার "Free Software" হিসেবে তৈরী করা হয়। একটি সফটওয়্যারকে ফ্রি সফটওয়্যার হিসেবে চারটি স্বাধীনতার শর্ত মেনে চলতে হয়। এই শর্তগুলো পুরন করতে হলে সফটওয়্যার সোর্সকোর্ড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া পুর্বশর্ত। সেই হিসেবে নাটবল্টু যে সফটওয়্যার তৈরী করবে তা সবার জন্য উন্মুক্ত করে দিবে।
এক্ষেত্রে নাটবল্টুর সাথে কোন কম্পানী চুক্তিবদ্ধ হলে চুক্তিতে সোর্সকোডের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। নাটবল্টুর প্রস্তুত করা যে কোন সফটওয়্যারের সোর্সকোডের অধিকারী নাটবল্টু এবং চুক্তিকারী অন্যান্য প্রতিষ্ঠান, উভয়েই হবে।