নাটবল্টুর সেবাসমূহ

প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি তথ্যপ্রযুক্তির যে কোন সমস্যা সমাধানের চ্যালেঞ্জ নিতে নাটবল্টুর যোগ্যতা রয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি জগতের যে কোন বিষয়ে সেবা দিতে সদা প্রস্তুত।
তবে নাটবল্টু মূল যে বিষয়গুলোতে সেবা প্রদান করে থাকে সেগুলো হল:

১।  অ্যাপ্লিকেশন-
ডেস্কটপ অ্যাপ্লিকেশন;
মোবাইল অ্যাপ্লিকেশন;
ওয়েব অ্যাপ্রিকেশন;

২। ওয়েবসাইট-
ব্যাকইন্ড ডিজাইন;
ফ্রন্টইন্ড ডিজাইন;

৩। ওপেন ইআরপি সার্ভার ব্যবস্থাপনা।
৪। সিস্টেম ও নেটওয়ার্ক পরিকল্পনা ও ব্যবস্থাপনা।
৫। ‘মুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার’ এর সমন্বয়ে যে কোন ‘System’ বা ‘ব্যবস্থাপনা’ তৈরী।
৬। সিভিল ডিজাইন ও ডেপ্লয়মেন্ট।


১। অ্যাপ্লিকেশন ছাড়া বর্তমান সময়ে কোন প্রতিষ্ঠান চিন্তাই করা যায় না। নিজেদের কাজকে দ্রুত করার জন্য, ক্রেতাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য, অফিস ব্যবস্থাপনার জন্য, ক্রেতাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য, ইত্যাদি বিভিন্ন কাজে বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনের প্রয়োগ রয়েছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তিন ধরণের হয়ে থাকে।

ডেস্কটপ অ্যাপ্লিকেশন মুলত অফিসের অভ্যন্তরিন কাজগুলো সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। যেমন হিসেব-নিকেশ করা, মানব-সম্পদ ব্যবস্থাপনা, সম্পদ রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের বহুল ব্যবহার রয়েছে।

মোবাইল অ্যাপ্লিকেশ ব্যবহার করে খুব দ্রুত ক্রেতা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো যায়। মোবাইল অ্যাপ্লিকেশনগুলো প্রতিষ্ঠানের প্রচারের জন্য, ক্রেতাদের তথ্য সংগ্রহ করার জন্য, ক্রেতা বা ব্যবহারকারীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য, ইত্যাদি কাজে বহুল ব্যবহৃত হয়।

ওয়েব অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন। তথ্যপ্রযুক্তির কল্যানে সবার হাতে হাতে ইন্টারনেট থাকার কারণে যে কোন স্থান থেকে ওয়েবে প্রবেশ করা যায় বলে এই অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মূলত ডেস্কটপ এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে ওয়েবে নিয়ে আসা হচ্ছে যাতে করে খুব সহজে যে কোন ডিভাইস থেকে যে কোন স্থানেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করে নিজের কাজ সম্পাদন করা যায়। এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন প্রস্তুত করে সেটাকে সার্ভার থেকে চালানোর জন্য ডেস্কটপ এবেং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়।
চাহিদা ও ব্যবহারের সহজলভ্যতা চিন্তা করে বর্তমান সময়ে ওয়েব অ্যাপ্লিকেশনকে বেশী গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে ডেস্কটপ, মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সমন্বয়ে প্রস্তুত করা ব্যবস্থা সুপরিকল্পিত ভাবে দ্রুত কাজ করতে সহায়তা করে।
নাটবল্টু ব্যক্তি বিশেষে এবং প্রতিষ্ঠানের চাহিদার ভিন্নতায় সব ধরনের অ্যাপ্লিকেশন প্রস্তুত করে থাকে এবং যে কোন ধরণের অ্যাপ্লিকেশন প্রস্তুত করার অভিজ্ঞতা আমাদের রয়েছে।

২। ওয়েব সাইট এখন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অতিপ্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়েবসাইটের সুবিধা হল কোন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে এবং খুব সহজে যোগাযোগ করতে ওয়েব সাইটের কোন বিকল্প নেই। নাটবল্টু ওয়েব সাইট তৈরীর ক্ষেত্রে দুই ধরণের সেবা প্রদান করে থাকে:
ব্যাকইন্ড ডিজাইন  . . .
ফ্রন্টইন্ড ডিজাইন  . . .

৩। ওপেন ইআরপি সার্ভার ব্যবস্থাপনার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল বিভাগের সকল কাজের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা যায়। ইআরপি বা ERP হল Enterprise Resource Planner যা একটি ব্যবসা প্রতিষ্ঠানের সকল বিভাগের সব ধরণের কাজকে একটি সমন্বিত ব্যবস্থায় নিয়ে আসতে পরিকল্পনা করে। বর্তমানে ইআরপি সফটওয়্যারগুলো ছোট বড় সকল প্রতিষ্ঠানের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
ইআরপি সফটটওয়্যারগুলো বেশ ব্যায়বহুল হয়ে থাকে। এই ব্যায় থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অব্যহতি দিতে নাটবর্টু Open ERP সফটওয়্যারটি কনফিগার করে দিয়ে থাকে। এই Open ERP এর মাধ্যমে চাইলে একটি প্রফেশনাল ইআরপির সকল কাজই করা যায়। প্রতিষ্ঠান ভিন্নতায় কাজের ধরণ এবং কাজের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তাই আমাদের ওপেন ইআরপির কনফিগারেশনেও পার্থক্য বিদ্যমান। আর কনফিগারেশনের সাথে সামঞ্জস্য রেখে দামেও পার্থক্য পরিলক্ষিত হবে।

৪। সিস্টেম ও নেটওয়ার্ক পরিকল্পনা ও ব্যবস্থাপনা

৫। ‘মুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার’ এর সমন্বয়ে যে কোন ‘System’ বা ‘ব্যবস্থাপনা’ তৈরী করা নাটবল্টুর অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। বর্তমান যুগে তথ্য প্রযুক্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রতিষ্ঠানগুলোর মাঝে প্রতিযোগীতা চলছে। নিত্য নতুন পণ্য তৈরী হচ্ছে মানুষের চাহিদা পুরণ করতে। এই পণ্যগুলো এক দিকে যেমন সেবার মান বৃদ্ধি করছে অন্য দিকে মানুষকে সহজে সেবা পেতে সহযোগীতা করছে।
বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশে এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলো এনে তা ব্যাবসায়ীক কাজে লাগালো অনেক ক্ষেত্রেই লাভবান হয়ে উঠে না। কারণ আধুনিক বিশ্বে প্রস্তুত করা এই পণ্যগুলো আমাদের দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে সাশ্রয়ী করে প্রস্তুত করা হয় না বা আমাদের দেশের ব্যবহারকারীদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে প্রস্তুত করা হয় না।
এই সমস্যা দূর করতে প্রয়োজন ঐ পণ্যগুলোর ধারণা কাজে লাগিয়ে দেশেই সফওয়্যার তৈরী করে তা হার্ডওয়্যারের সাথে সমন্বয় কম্পিউটার নির্ভর ব্যবস্থা তৈরী করা। নাটবল্টু তার দক্ষ জনবলের মাধ্যমে এই কাজটি করেই থাকেন। আমাদের রয়েছে সুযোগ্য হার্ডওয়্যার হ্যাকার যারা যে কোন হার্ডওয়্যারকে জীবন করে তুলতে পারে। আমাদের দক্ষ সফটওয়্যার ডেভলপার সই হার্ডওয়্যারকে পুরোপুরি সক্রিয় করে তুলে।

৬। সিভিল ডিজাইন ও ডেপ্লয়মেন্ট।

নাটবল্টু ২০১৪ সাল থেকে কাজ করে আসছে। এই সময়ের মধ্যমে নাটবল্টুর জনবল তাদের দক্ষতার মাধ্যমে প্রতিটি সেভা বিভিন্ন প্রতিষ্ঠানকে সফলতার সাথে দিয়ে এসেছে যা তাদের দক্ষতাকে সম্পৃদ্ধ করেছে এবং যে কোন প্রতিষ্ঠানের চাহিদা পুরণে কাজ করতে যেতে তাদের আত্মবিশ্বাসী করেছে।