প্রতিটি কার্ডকে ব্যবহার উপযোগী করে নেবার পর দ্বিতীয় কাজ হল কার্ডে অর্থ রিচার্জ করা। অর্থ প্রদানের মাধ্যমে যে সেবাগুলো গ্রহণ করা হয় সেই সেবাগুলো নিশ্চিত করতে কার্ডে পর্যাপ্ত পরিমানে অর্থ থাকতে হয়। রিচার্জ কিয়স্কের মাধ্যমে খুব সহজেই প্রতিটি কার্ডে অর্থ রিচার্জ করা যায়।
রিচার্জ কিয়স্কের সাথে কেন্দ্রিয় তথ্যভান্ডারের যোগাযোগ থাকবে বিধায় খুব সহজেই কেন্দ্রীয় তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে একজন ব্যক্তির "আইডেনটিটি" নিশ্চিত করা যাবে। প্রতিটি রিচার্জের ইতিহাস কার্ডে সংরক্ষিত থাকবে। এটি কার্ডে অর্থের স্বচ্ছতা নিশ্চিত করবে।