আরএফআইডি কার্ডগুলোকে একজন ব্যক্তির সাথে যুক্ত করতে এর অভ্যন্তরের মেমোরি কার্ডে ব্যক্তির তথ্য সংযুক্ত করে দেওয়া হয়। এতে করে ঐ নির্দিষ্ট ব্যক্তির জন্য কার্ডটি প্রস্তিত হয় যায়। কার্ডকে ব্যবহারের জন্য এই প্রস্তুত করার কাজ করে দেয় ইনিশিযালাইজেশন কিয়স্ক।
![Initialization KIOSK](/sites/default/files/product/Initialization%20KIOSK.png)
একজন ব্যক্তির জন্য একটি কার্ড একবারের জন্য ইনিশিয়লাইজ করাই যথেষ্ট। এর পর থেকে কার্ডটি ব্যবহার উপযোগী রাখতে শুধু রিচার্জ করে নিতে হবে।